তৃতীয় বারের মত এশিয়া রাইজিং স্টার কাপ জিতল পাকিস্তান
Ad Banner

তৃতীয় বারের মত এশিয়া রাইজিং স্টার কাপ জিতল পাকিস্তান

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার এই মুহূর্তে
Asia Rising Star Cup 2025, বাংলাদেশ এ, Pakistan Shaheens, Asia Rising Star final, ক্রিকেট, youth cricket, বাংলাদেশ ক্রিকেট, পাকিস্তান ক্রিকেট, super over, thrilling match, ক্রিকেট highlights, cricket news, Asia cricket, rising stars, ক্রিকেট টুর্নামেন্ট, cricket final, cricket score, cricket match report, সুপার ওভারের উত্তেজনা, Bangladesh vs Pakistan, Pak vs Ban, বিজয়, Pak Shaheens win, cricket super over drama, উত্তেজনাপূর্ণ ম্যাচ
বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। ছবি- এসিসি
                       

এশিয়া রাইজিং স্টার কাপ ২০২৫ ফাইনালের মহারণে আজ রবিবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ (এ) বনাম পাকিস্তান শাহিনস। সুপার ওভারে টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশকে হারিয়ে তৃতীয় বারের মত এই টুর্নামেন্টের স্বাদ গ্রহন করল পাকিস্তান।

 

আজ রবিবার কাতারের ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টসে জিতে বোলিং করবার স্বীদ্ধান্ত নেয়। পাকিস্তান শাহিনস মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। তার জবাবে বাংলাদেশ ও নয় উইকেট খুইয়ে ১২৫ রান করে ম্যাচ নিয়ে যায় সুপার ওভারে।  বাংলাদেশের সাত রানের সামান্য লক্ষ্য খুব সহজেই ভেদ করে তৃতীয় বারের মত এশিয়া রাইজিং স্টার ট্রফি জিতে নেয় পাকিস্তান।

 

পাকিস্তানের ১২৫ রানের ছোট লক্ষ্য তারা করতে এসে বাংলাদেশ শুরুটা দুর্দান্ত করে। তবে ওপেনার ব্যাটার হাবিবুর রহমান সোহান ১৭ বলে ২৫ করে ফিরলে বাংলাদেশের পুরো খেইল পাল্টে যায়। একের পর এক একক অঙ্কে ব্যাটাররা উইকেট বিলিয়ে ফিরলে বাংলাদেশ চাপে পড়ে যায়।

 

সেখানে জিশান আলম (৬),অঙ্কন (০০),ইয়াসির আলী (৮),আকবর আলী (২),মাহফুজুর রহমান (৩) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (০) রানে ফিরলে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় বাংলাদেশ। যা বড়দের খেলায় হরহামেশাই দেখা যায়। তারই যেন পুনরাবৃত্তি হলো আজ আরও একবার।

 

শেষে কিছুটা ক্যামিও খেলে ম্যাচে ফিরতে চেষ্টা করছিল বাংলাদেশ “এ”। তবে সেখানে মেহেরব ২১ বলে ১৯ ও রাকিবুল হাসান ২১ বল খেলে ২৪ করে ফিরে গেলে ম্যাচ পাকিস্তানের জিততে এক উইকেটের প্রয়োজন হয়।

 

কিন্তু সেখানে শেষ উইকেটে সাকলাইন (১৬) ও রিপনের (১১) রানের অবিশ্বাস্য ক্যামিওতে ম্যাচ গড়ায় সুপার ওভারে।


আরও পড়ুনঃ 

দলে দুই নতুন চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

মুশফিকের শততম টেস্টে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়


তবে বাংলাদেশ সুপার ওভারে সেই সাকলাইনকে নিয়েই হাবিবুর রহমান সোহান মাঠে নামে। প্রথম বলে সিঙ্গেল নিয়ে সোহান স্ট্রাইক পরিবর্তন করলে। দ্বিতীয় বলে নিজেই ক্যাচ নিয়ে আহমেদ দানিয়েল সাকলাইনকে ফিরায়। তৃতীয় বল বিশাল হোয়াইটে উইকেটরক্ষক ও শর্ট থার্ডম্যানকে ফাকি দিয়ে বাই ও হোয়াইটসহ পাঁচ রান যোগ হয়। কিন্তু বাংলাদেশকে ছয় রানেই থামিয়ে দেয় দানিয়েল। জিশান আলমকে হোয়াইটে বাদ হওয়া তৃতীয় বল ফের করতে এসে ক্লিন বোল্ড করে দেয়।

 

সুপার ওভারে বেশ সহজ লক্ষ্য পায় পাকিস্তান শাহিনস। ছয় বলে মাত্র সাত রানের প্রয়োজন ছিল। সেখানে পাকিস্তান শাহিনস বিনাউইকেটে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে নঙ্গর করে।

 

এর আগে ব্যাট করতে এসে পাকিস্তান শাহিনস মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। শাহিনসের টপ-অর্ডারের দুইজন ব্যাটার ই শূন্য রানে ফিরে। তবে এরপরই ম্যাচে ফেরে পাকিস্তান। সাদাকাত (২৩) ও মিনহাস (২৫) রানে ফিরে গেলে সাদ মাসুদের ২৬ বলে ৩৮ রানের ক্যামিওতে পাকিস্তান শাহিন ফাইটিং রান দার করে বাংলাদেশ “এ” এর সামনে।

 

১২৫ রানে পাকিস্তানকে আটকাতে রিপন মন্ডল তিন,রাকিবুল হাসান দুই এবং মেহেরব,জিশান আলম ও সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান শাহিন দল : ১২৫/১০ (২০ ওভার) ও ৭/০ (০.৪ ওভার)

বাংলাদেশ ‘এ’ দল : ১২৫/৯ (২০ ওভার) ও ৬/২ (০.৩ ওভার)

ফলাফল : পাকিস্তান শাহিন দল সুপার ওভারে জয়ী

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে