মেসির মঞ্চে ভাঙচুর ভারতীয়দের,ছাড়লেন মাঠ!
Ad Banner

মেসির মঞ্চে ভাঙচুর ভারতীয়দের,ছাড়লেন মাঠ!

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার এই মুহূর্তে
লিওনেল মেসি,মেসি,মেসি পিক,মেসির পিক,মেসি ছবি,মেসির ছবি
মেসি এবং শাহরুখ খান। সংগৃহীত
                       

লিওনেল মেসিকে ঘিরে যে আনন্দোৎসবের রঙে ভরে ওঠার কথা ছিল কলকাতার সল্টলেক স্টেডিয়াম, শেষ পর্যন্ত সেখানে দেখা গেল বিশৃঙ্খলা আর হতাশার চিত্র। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে শনিবার স্টেডিয়ামে পা রাখেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। কিন্তু অতিরিক্ত জনসমাগম, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তা জটিলতার কারণে নির্ধারিত ল্যাপ অব অনার সংক্ষিপ্ত করে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

 

এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত সমর্থকেরা। এক ভক্তের অভিযোগ, “মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিলেন। তাহলে আমাদের কেন ডাকা হলো? ১২ হাজার টাকার টিকিট কেটেও তার মুখটাই দেখতে পারলাম না।” হতাশা দ্রুত রূপ নেয় উত্তেজনায়। গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে মেসিকে দ্রুত মাঠের বাইরে সরিয়ে নেওয়া হয়। কেউ কেউ ব্যানার ও আসন ভাঙচুর করেন, আবার অনেক দর্শক অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনীতিবিদদের উদ্দেশে দুয়ো দেন।

 

এই ঘটনাকে কেন্দ্র করে আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার বড় ঘাটতি সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। সংশ্লিষ্ট মহলে শোনা যাচ্ছে, পুরো ঘটনার তদন্তও শুরু হতে পারে।

 

তবে সল্টলেকের উত্তেজনার আগেই মেসির দিনটিতে ছিল আবেগঘন কিছু মুহূর্ত। শনিবার তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন লেক টাউন ও দক্ষিণ দমদমের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপিত নিজের ৭০ ফুট উঁচু মূর্তি। ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে মেসির অবয়বে নির্মিত এই লোহার ভাস্কর্যটি মাত্র ৪০ দিনে তৈরি হয়েছে, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ: ম্যাচের সম্পূর্ণ তালিকা, সময়সূচী

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি ও পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বোস জানান, “মেসির ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়েছে, আজ মেসির সঙ্গেও কথা হবে। তিনি মূর্তির ব্যাপারে সম্মতি দিয়েছেন এবং মেসি ও তার দল এতে সন্তুষ্ট।”

 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা শাহরুখ খান ও তার ছেলে আব্রাম খান। এছাড়া উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজও সেখানে ছিলেন। পরে মেসি, শাহরুখ ও আব্রামের একসঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও সংবাদ সংস্থা পিটিআই সামাজিক মাধ্যমে প্রকাশ করে।

 

শনিবার ভোরে কলকাতায় মেসির আগমন ঘিরে বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় উপচে পড়ে ভক্তদের ভিড়। এই উন্মাদনা পশ্চিমবঙ্গসহ ভারতের মাটিতে মেসির জনপ্রিয়তারই স্পষ্ট প্রমাণ। কিন্তু সল্টলেক স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনায় সেই উচ্ছ্বাস অনেকটাই ম্লান হয়ে যায়।

 

সব মিলিয়ে, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের সফর ঘিরে যে উদযাপনের প্রত্যাশা ছিল, শেষ পর্যন্ত তা ছাপিয়ে যায় অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার গল্প।

, , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে