
জার্মান ও বায়ার্নের স্টারবয় জামাল মুসিয়ালাকে ঘিরে সুখবর দিল খোদ বায়ার্ন মিউনিখ। দীর্ঘ চোটের পর আজ ট্রেনিং গ্রাউন্ডে ফিরেছেন জামাল মুসিয়ালা। ধারনা করা যাচ্ছে আগামী বছরের জানুয়ারীর মাঝামাঝিতে এই স্টারবয়কে মাঠে দেখা যেতে পারে।
২০২৫ সালে জুলাই মাসের ৫ তারিখ ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হয়েছিল বাভারিয়ানরা। সেইদিন বায়ার্ন শুধু ম্যাচে পরাজয় করেনি,হারিয়েছিল তাদের দলের সেরা খেলোয়াড়কেও।
The news we all wanted to hear 🥹
Jamal Musiala completed parts of individual training today! 👏 pic.twitter.com/tpoZmniQK4
— FC Bayern (@FCBayernEN) December 1, 2025
পিএসজির বক্সের ভিতর রীতিমতো গোলরক্ষক ডোনারুমা ও পাচো মিলে মুসিয়ালাকে পিষে ফেলে জটলার ভিতরে। আর সেখান থেকে মুসিয়ালার পায়ের গোড়ালি ৯০° কোণে বাকিয়ে যায়। তাই তাকে কোম্পানি ম্যাচের ৪৬তম মিনিটেই উঠিয়ে নেয়। এরকম কঠিন ট্যাকেল করার পরও অবাক করা বিষয় ডোনারুমা কিংবা পাচো কেউ লাল কার্ড দেখেনি।
আরও পড়ুনঃ