আইপিএল ২০২৬: সব দলের পূর্ণ দল ও খেলোয়াড় তালিকা
Ad Banner

আইপিএল ২০২৬: সব দলের পূর্ণ দল ও খেলোয়াড় তালিকা

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার এই মুহূর্তে
আইপিএল ২০২৬
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি- অজিত সোলাঙ্কি
                       

আইপিএল ২০২৬ মৌসুম শুরুর আগেই শেষ হয়েছে বহুল আলোচিত মিনি নিলাম। আগামী বছরের মার্চে মাঠে গড়াতে পারে আইপিএলের ১৯তম আসর। তার প্রস্তুতি হিসেবে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয় আইপিএল ২০২৬–এর মিনি নিলাম।

মিনি নিলাম হওয়ায় এবার বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই আগেভাগে নিজেদের মূল খেলোয়াড়দের ধরে রাখার সুযোগ পেয়েছে। রিটেনশন পর্বে সবচেয়ে কম ১২ জন ক্রিকেটার রেখে নিলামে নামে কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএল ২০২৬ নিলামে সবচেয়ে বড় বাজেট—৬৪ কোটি ৩০ লাখ রুপি—নিয়ে অংশ নেয় ফ্র্যাঞ্চাইজিটি এবং একাধিক তারকা ক্রিকেটার দলে ভেড়ায়।

নিলামের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২৬ নিলামে এই দরই আইপিএল ইতিহাসে কোনো বিদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য। এ ছাড়া শ্রীলঙ্কার গতিতারকা মাতিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে টেনেছে কলকাতা।

আইপিএল,আইপিএল ২০২৬,কলকাতা নাইট রাইডারস

এবার কেকেআরের জার্সিতে আইপিএল মাতাবেন মুস্তাফিজুর রহমান। ছবি- কেকেআর


আইপিএল ২০২৬ নিলামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মুস্তাফিজুর রহমান। অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর ফলে আইপিএল ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ।

আরও পড়ুনঃ ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ: দেখুন পুরো সময়সূচি ও ভেন্যু

সব মিলিয়ে আইপিএল ২০২৬ মিনি নিলামে ৭৭ জন ক্রিকেটারের পেছনে মোট ২১৫ কোটি ৪৫ লাখ রুপি ব্যয় করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে ২৯ জন বিদেশি ক্রিকেটার এবং বাকি সবাই স্থানীয়। নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ৮ জন বিদেশি ও মোট ২৫ জন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পেলেও গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস বিদেশি কোটার পূর্ণ ব্যবহার করেনি। এই দুই দল ৭ জন করে বিদেশি ক্রিকেটার নিয়েই দল গঠন সম্পন্ন করেছে।

২০২৬ আইপিএলে ১০টি ফ্রাঞ্চাইজির পূর্ণাঙ্গ স্কোয়াড :

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রজত পাটিদার (অধিনায়ক), বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, ফিল সল্ট, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জ্যাকব বেথেল, জশ হ্যাজেলউড, যশ দয়াল, ভুবনেশ্বর কুমার, নুয়ান থুশারা, রসিখ সালাম, অভিনন্দন সিং, সুয়াশ শর্মা, ভেঙ্কটেশ আইয়ার, মঙ্গেশ যাদব, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, কণিষ্ক চৌহান, বিহান মালহোত্রা, ভিকি ওস্তওয়াল, সত্বিক দেশওয়াল।

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, রামকৃষ্ণ ঘোষ, শিবম দুবে, উর্বিল প্যাটেল (উইকেটরক্ষক), অংশুল কাম্বোজ, খালিল আহমেদ, মুকেশ চৌধুরী, নাথান এলিস, নূর আহমেদ, শ্রেয়াস গোপাল, গুরজাপনীত সিং, জেমি ওভারটন, আকিল হোসেন, প্রশান্ত বীর, কার্তিক শর্মা, ম্যাথিউ শর্ট, আমন খান, সরফরাজ খান, রাহুল চাহার।

কলকাতা নাইট রাইডার্স

অজিঙ্কা রাহানে, অংক্রিশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীশ পান্ডে, রামনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, মাথিশা পাতিরানা, মুস্তাফিজুর রহমান, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠী, আকাশ দীপ, রাচিন রবীন্দ্র, দাক্ষ কামরা, সার্থক রঞ্জন।

সানরাইজার্স হায়দরাবাদ

ট্রাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, আর স্মরণ, ইশান কিষাণ, হাইনরিখ ক্লাসেন, নিতিশ রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডিস, হর্ষাল প্যাটেল, ব্রাইডন কার্স, প্যাট কামিন্স (অধিনায়ক), জয়দেব উনাদকাট, এশান মালিঙ্গা, জিশান আনসারি, লিয়াম লিভিংস্টোন, শিবাং কুমার, সলিল আরোরা, সাকিব হুসেন, ওঙ্কার তারমালে, অমিত কুমার, প্রফুল হিঙ্গে, ক্রেইনস ফুলেত্রা, জ্যাক এডওয়ার্ডস, শিবম মাভি।

মুম্বাই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবিন মিনজ, রায়ান রিকেলটন, হার্দিক পান্ডিয়া, নামান ধীর, মিচেল স্যান্টনার, উইল জ্যাকস, করবিন বোশ, রাজ বাওয়া, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, অশ্বনী কুমার, রাঘু শর্মা, এএম গজনফার, কুইন্টন ডি কক, শার্দুল ঠাকুর, শেরফেন রাদারফোর্ড, মায়াঙ্ক মারকাণ্ডে, মায়াঙ্ক রাওয়াত, অথর্বা আঙ্কোলেকার, মোহাম্মদ ইজহার, দানিশ মালেওয়ার।

দিল্লি ক্যাপিটালস

নিতিশ রানা, কুলদীপ যাদব, কেএল রাহুল, মিচেল স্টার্ক, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, দুশমন্ত চামিরা, করুণ নায়ার, সমীর রিজভি, টি নটরাজন, ত্রিপুরানা বিজয়, বিপ্রাজ নিগম, মুকেশ কুমার, অজয় মণ্ডল, মাধব তিওয়ারি, আউকিব দার, পাথুম নিশাঙ্কা, ডেভিড মিলার, বেন ডাকেট, কাইল জেমিসন, লুঙ্গি এনগিডি, পৃথিবী স্ব, সাহিল পারাখ।

রাজস্থান রয়্যালস

রবীন্দ্র জাদেজ, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, স্যাম কারান, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, তুষার দেশপান্ডে, ক্বেনা মাফাকা, শুভম দুবে, শিমরন হেটমায়ার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা, সন্দীপ শর্মা, যুধভীর চারক, রবি বিষ্ণোই, সুশান্ত মিশ্র, যশ রাজ পুঞ্জা, ভিগনেশ পুথুর, রবি সিং, অ্যাডাম মিলনে, কুলদীপ সেন।

গুজরাট টাইটান্স

শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, জস বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ইশান্ত শর্মা, গুরনূর সিং ব্রার, রশিদ খান, মানব সুথার, সাই কিশোর, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস, জেসন হোল্ডার, টম ব্যান্টন, অশোক শর্মা, লুক উড, পৃথ্বীরাজ ইয়াড়া।

লখনৌ সুপার জায়ান্টস

আবদুল সামাদ, আয়ুষ বাদোনি, এইডেন মার্করাম, ম্যাথিউ ব্রিটস্কি, হিম্মত সিং, ঋষভ পান্ত (অধিনায়ক), নিকোলাস পুরান, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, আরশিন কুলকার্নি, মায়াঙ্ক যাদব, আবেশ খান, মহসিন খান, মনিমারান সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, আকাশ সিং, জশ ইংলিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আনরিখ নর্টজে, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, নামান তিওয়ারি, মোহাম্মদ শামি, অর্জুন টেন্ডুলকার।

পাঞ্জাব কিংস 

প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, হরপ্রীত ব্রার, যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মুশীর খান, পায়লা অভিনাশ, হারনূর পান্নু, সূর্যাংশ শেডগে, মিচেল ওউন, জেভিয়ার বার্টলেট, লকি ফার্গুসন, বৈশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, বিষ্ণু বিনোদ, বেন ডয়ারশুইস, কুপার কনলি, বিশাল নিশাদ, প্রবীণ দুবে।

, , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে