বিপিএল ২০২৬ সময়সূচি প্রকাশ: কবে, কোথায়, কখন কার ম্যাচ
Ad Banner

বিপিএল ২০২৬ সময়সূচি প্রকাশ: কবে, কোথায়, কখন কার ম্যাচ

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার এই মুহূর্তে
bpl 2026,bpl 2026 update,bpl 2026 auction,bpl 2026 draft,বিপিএল ২০২৬ সময়সূচি
বিপিএল ট্রফি। ছবি- ফাইল ছবি
                       

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল ২০২৬ সময়সূচি) আগামী ১২তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির, আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। তিন ভেন্যু—সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—জুড়ে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে।

প্রথম ধাপের খেলা হবে সিলেটে, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের পর দ্বিতীয় পর্ব যাবে চট্টগ্রামে, তারপর শেষ ধাপের জন্য দলগুলো ঢাকায় ফিরবে।


আরও পড়ুনঃ

বিপিএল ২০২৬: নিলাম শেষে,দেখুন কে কোন দলে?

২০২৬ বিশ্বকাপ: আর্জে‌ন্টিনা,ব্রাজিল,জার্মা‌নি,স্পেন—সম্ভাব্য চ্যাম্পিয়ন কারা?


প্রকাশিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারিতে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার একই দিনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি ও ফাইনাল ২৩ জানুয়ারি—এই তিন ম্যাচই ঢাকায় মাঠ গড়াবে। নকআউট পর্বের সব ম্যাচের জন্য আলাদা রিজার্ভ ডে রাখা হয়েছে।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। কয়েক দিন আগেই অনুষ্ঠিত হয়েছে বিপিএল ২০২৬ নিলাম, যেখানে দলগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে।

বিপিএল ২০২৬ সময়সূচি

বিপিএল ২০২৬ সময়সূচির গ্রাফিক্স ছবি । বিডি স্পোর্ট‌স নাও

এই সূচির ছবিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


বিপিএল ২০২৬ সময়সূচি দেখুন:

তারিখসময়ম্যাচভেন্যু
২৬ ডিসেম্বর ২০২৫বেলা ২টাসিলেট টাইটানস–রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২৬ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৭টানোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালসসিলেট
২৭ ডিসেম্বর ২০২৫বেলা ১টাঢাকা ক্যাপিটালস–রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২৭ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাসিলেট টাইটানস–নোয়াখালী এক্সপ্রেসসিলেট
২৯ ডিসেম্বর ২০২৫বেলা ১টারংপুর রাইডার্স–চট্টগ্রাম রয়্যালসসিলেট
২৯ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স–নোয়াখালী এক্সপ্রেসসিলেট
৩০ ডিসেম্বর ২০২৫বেলা ১টাসিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালসসিলেট
৩০ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্সসিলেট
১ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস–ঢাকা ক্যাপিটালসসিলেট
১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারংপুর রাইডার্স–রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২ জানুয়ারি ২০২৬বেলা ২টাঢাকা ক্যাপিটালস–চট্টগ্রাম রয়্যালসসিলেট
২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাসিলেট টাইটানস–রংপুর রাইডার্সসিলেট
৫ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়র্সচট্টগ্রাম
৬ জানুয়ারি ২০২৬বেলা ১টানোয়াখালী এক্সপ্রেস–সিলেট টাইটানসচট্টগ্রাম
৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–রংপুর রাইডার্সচট্টগ্রাম
৮ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস–রংপুর রাইডার্সচট্টগ্রাম
৮ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
৯ জানুয়ারি ২০২৬বেলা ২টাচট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টারাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানসচট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স–রংপুর রাইডার্সচট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
১৫ জানুয়ারি ২০২৬বেলা ১টাঢাকা ক্যাপিটালস–নোয়াখালী এক্সপ্রেসঢাকা
১৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–সিলেট টাইটানসঢাকা
১৬ জানুয়ারি ২০২৬বেলা ২টানোয়াখালী এক্সপ্রেস–রাজশাহী ওয়ারিয়র্সঢাকা
১৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটানসঢাকা
১৭ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালসঢাকা
১৭ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস–রংপুর রাইডার্সঢাকা
১৯ জানুয়ারি ২০২৬বেলা ১টাএলিমিনেটরঢাকা
১৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টা১ম কোয়ালিফায়ারঢাকা
২১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টা২য় কোয়ালিফায়ারঢাকা
২৩ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাফাইনালঢাকা

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে