
এক ক্যালেন্ডার বছরে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৩ সালে মোট ৬৯টি গোল করেছিলেন রোনালদো। আজ তারই শিষ্য(রোনালদোকে আইডল মানেন এমবাপ্পে) লালিগায় Athletic Club vs Real Madrid ম্যাচের প্রথমভাগেই এই রেকর্ড স্পর্শ করেন। দ্বিতীয়ভাগে এমবাপ্পের সুযোগ রয়েছে এই রেকর্ড ভেঙ্গে দেওয়ার।
আজ Athletic Club vs Real Madrid বিলবাওয়ের স্টাডিও সান মামেস স্টেডিয়ামে মুখোমুখি হয়। ম্যাচের মাত্র সপ্তম মিনিটে এমবাপ্পে রেকর্ডে ভাগ বসানো গোল ও আলেকজান্ডার আর্নল্ড তার লালিগায় তার প্রথম অ্যাসিস্টের দেখা পায়।
অ্যালেকজান্ডার-আর্নল্ডের ডান দিক থেকে আসা দারুণ সুইচ পাসটি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন ফরাসি সুপারস্টার। এরপর ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে আরও দুইজন অ্যাথলেটিক খেলোয়াড়কে পরাস্ত করেন। তারপর ডান কোণে দুর্দান্ত এক শট নিয়ে বল জড়িয়ে দেন জালে—এটা তার লিগে চলতি মৌসুমের ১৫তম গোল!
আরও পড়ুনঃ
২০২৬ বিশ্বকাপ: আর্জেন্টিনা,ব্রাজিল,জার্মানি,স্পেন—সম্ভাব্য চ্যাম্পিয়ন কারা?
এরপর ম্যাচের ৪২ তম মিনিটে এমবাপ্পে অ্যাসিস্টেরও দেখা পায়। অ্যালেকজান্ডার-আর্নল্ডের ডান দিক থেকে আসা দারুণ সুইচ পাসটি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন ফরাসি সুপারস্টার। এরপর ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে আরও দুইজন অ্যাথলেটিক খেলোয়াড়কে পরাস্ত করেন। তারপর ডান কোণে দুর্দান্ত এক শট নিয়ে বল জড়িয়ে দেন জালে—এটা তার লিগে চলতি মৌসুমের ১৫তম গোল!
প্রথমার্ধ শেষে Athletic Club 0-2 Real Madrid