
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল ২০২৬ সময়সূচি) আগামী ১২তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির, আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। তিন ভেন্যু—সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—জুড়ে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে।
প্রথম ধাপের খেলা হবে সিলেটে, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের পর দ্বিতীয় পর্ব যাবে চট্টগ্রামে, তারপর শেষ ধাপের জন্য দলগুলো ঢাকায় ফিরবে।
আরও পড়ুনঃ
বিপিএল ২০২৬: নিলাম শেষে,দেখুন কে কোন দলে?
২০২৬ বিশ্বকাপ: আর্জেন্টিনা,ব্রাজিল,জার্মানি,স্পেন—সম্ভাব্য চ্যাম্পিয়ন কারা?
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারিতে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার একই দিনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি ও ফাইনাল ২৩ জানুয়ারি—এই তিন ম্যাচই ঢাকায় মাঠ গড়াবে। নকআউট পর্বের সব ম্যাচের জন্য আলাদা রিজার্ভ ডে রাখা হয়েছে।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। কয়েক দিন আগেই অনুষ্ঠিত হয়েছে বিপিএল ২০২৬ নিলাম, যেখানে দলগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে।

বিপিএল ২০২৬ সময়সূচির গ্রাফিক্স ছবি । বিডি স্পোর্টস নাও
এই সূচির ছবিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
| তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
| ২৬ ডিসেম্বর ২০২৫ | বেলা ২টা | সিলেট টাইটানস–রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ২৬ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৭টা | নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ২৭ ডিসেম্বর ২০২৫ | বেলা ১টা | ঢাকা ক্যাপিটালস–রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ২৭ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬টা | সিলেট টাইটানস–নোয়াখালী এক্সপ্রেস | সিলেট |
| ২৯ ডিসেম্বর ২০২৫ | বেলা ১টা | রংপুর রাইডার্স–চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ২৯ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬টা | রাজশাহী ওয়ারিয়র্স–নোয়াখালী এক্সপ্রেস | সিলেট |
| ৩০ ডিসেম্বর ২০২৫ | বেলা ১টা | সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ৩০ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬টা | ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স | সিলেট |
| ১ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | সিলেট টাইটানস–ঢাকা ক্যাপিটালস | সিলেট |
| ১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | রংপুর রাইডার্স–রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ২ জানুয়ারি ২০২৬ | বেলা ২টা | ঢাকা ক্যাপিটালস–চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ২ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | সিলেট টাইটানস–রংপুর রাইডার্স | সিলেট |
| ৫ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ৫ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়র্স | চট্টগ্রাম |
| ৬ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | নোয়াখালী এক্সপ্রেস–সিলেট টাইটানস | চট্টগ্রাম |
| ৬ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস–রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ৮ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | সিলেট টাইটানস–রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ৮ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | রাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ৯ জানুয়ারি ২০২৬ | বেলা ২টা | চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস | চট্টগ্রাম |
| ৯ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানস | চট্টগ্রাম |
| ১১ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেস | চট্টগ্রাম |
| ১১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস–ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ১২ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রাজশাহী ওয়ারিয়র্স–রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১২ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | নোয়াখালী এক্সপ্রেস–ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ১৫ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | ঢাকা ক্যাপিটালস–নোয়াখালী এক্সপ্রেস | ঢাকা |
| ১৫ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস–সিলেট টাইটানস | ঢাকা |
| ১৬ জানুয়ারি ২০২৬ | বেলা ২টা | নোয়াখালী এক্সপ্রেস–রাজশাহী ওয়ারিয়র্স | ঢাকা |
| ১৬ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | ঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটানস | ঢাকা |
| ১৭ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালস | ঢাকা |
| ১৭ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | নোয়াখালী এক্সপ্রেস–রংপুর রাইডার্স | ঢাকা |
| ১৯ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | এলিমিনেটর | ঢাকা |
| ১৯ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | ১ম কোয়ালিফায়ার | ঢাকা |
| ২১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | ২য় কোয়ালিফায়ার | ঢাকা |
| ২৩ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | ফাইনাল | ঢাকা |