উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ মৌসুমের গ্রুপ পর্বের খেলা শেষে, ম্যানচেস্টার সিটিসহ যে ১৫টি দল পরের রাউন্ডে উত্তীর্ণ করলো,তার তালিকা প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ পয়েন্ট নিয়ে(১৮) গ্রুপ পর্বের খেলা শেষ করেছে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি।
চ্যাম্পিনস লিগের গ্রুপ স্টেজে বরাবরই ভালো করে আসছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ এখন পর্যন্ত গ্রুপ পর্বে ৪০টি ম্যাচ ধরে অপরাজিত রয়েছে। বায়ার্ন মিউনিখের একই গ্রুপে থাকা,ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড গ্রুপ ‘এ’ এর তলানিতে থেকে শেষ করেছে।
Round of 16 teams confirmed ✅
Who are you backing? 👀#UCL pic.twitter.com/40ii5lRtR6
— UEFA Champions League (@ChampionsLeague) December 13, 2023
এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ অফ ড্যাথ ছিল (গ্রুপ ‘এফ’)। যেখানে একই গ্রুপে ছিল ব্রুশিয়া ডর্টমুন্ড,পিএসজি,নিউক্যাসল ও এসি মিলান। সেখান থেকে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ডর্টমুন্ড এবং গ্রুপের শেষ ম্যাচে ডর্টমুন্ডের সাথে ড্র করে,৮ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ ১৬ তে যায়গা করে নেয় পিএসজি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাউন্ড অফ ১৬ লিস্টঃ
গ্রুপ ‘এ’ = বায়ার্ন মিউনিখ,এফসি কোপেনহেগেন
গ্রুপ ‘বি’ = আর্সেনাল,পিএসভি এইন্ডহভেন
গ্রুপ ‘সি’ = রিয়াল মাদ্রিদ,নাপলি
গ্রুপ ‘ডি’ = রিয়াল সোসিয়েদাদ,ইন্টার মিলান
গ্রুপ ‘ই’ = আতলেটিকো মাদ্রিদ,লাজিও
গ্রুপ ‘এফ’ = ব্রুশিয়া ডর্টমুন্ড,পিএসজি
গ্রুপ ‘জি’ = ম্যান সিটি,আরবি লাইপজিগ
গ্রুপ ‘এইচ’ = বার্সেলোনা,এফসি পর্তো