এঞ্জেলো ম্যাথিউস পর এবার পুরো শ্রীলঙ্কা ক্রিকেট দলকে টাইমড আউট করে দিল আইসিসি

এঞ্জেলো ম্যাথিউস পর এবার পুরো শ্রীলঙ্কা ক্রিকেট দলকে টাইমড আউট করে দিল আইসিসি

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

Srilanka cricket team suspended from icc
বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিমকে আউট করে লঙ্কানদের উদযাপন | ছবিঃ রয়টার্স

শ্রীলঙ্কার ম্যাথিউস টাইমড আউট ঘটনার পর এবার পুরো শ্রীলঙ্কা দল টাইমড আউট হয়ে গেলো। অর্থাৎ শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিষিদ্ধ করেছে আইসিসি। কারনটা হলো আইসিসি কখনো কোনো তাদের নির্বাচিত ক্রিকেট বোর্ডগুলোকে তৃতীয় পক্ষের হস্তান্তরের দিকটি সমর্থন করেনা। ঠিক সেটাই ঘটিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্রিয়ামন্ত্রী পুরো ক্রিকেট বোর্ডের দায়িত্ব প্রাপ্তদের চাকরিচ্যুত করেছে।

Srilanka cricket team suspended from icc

বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিমকে আউট করে লঙ্কানদের উদযাপন | ছবিঃ রয়টার্স

এটার ফলে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ২০২৫ এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার,যেটা কিনা পাকিস্তান আয়োজিত হতে চলেছে। তবে এখুনই খুশি হবার কোনো কারন নেই। কারনটা হলো,এই মাসের ২১ তারিখ আইসিসি শেষ ফলাফল জানাবে শ্রীলঙ্কার নিষিদ্ধ সম্পর্কে।

 

তাছাড়া শ্রীলঙ্কা যদি আইসিসিকে রাজি করিয়ে কিংবা আইসিসি তাদের সাজা কয়েক মাস পর উঠিয়ে নেয়। তার ফলেও হতে পারে বাংলাদেশের জন্য কাল। তাই উচিত হবে,শ্রীলঙ্কার আশায় না থেকে অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলে নিশ্চিত করা।

 

তাছাড়া ভারত ও পাকিস্তানের ম্যাচের উত্তাপ ছাড়িয়ে এখন বাংলাদেশের ও শ্রীলঙ্কার ম্যাচের বেশি উত্তাপ ছড়ায়। সেটা এখন আর খেলার মাঠ পর্যন্ত সীমাবদ্ধ নয়। মাঠের বাইরেও চলছে রেষারেষি।

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে