২০২২ সালের আইসিসির আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিরতিহীন ও ধারাবাহিক শান্তকে আমরা দেখেছি। যেই নাজমুল শান্তকে লর্ড শান্ত বলতেন (নেটিজেনরা)। সেই শান্তকে একাদশে দেখতে কিংবা ব্যাটিং উপভোগ করতে মুখিয়ে থাকে সবাই।
শেষ বড় মঞ্চ আইসিসির আয়োজিত কোন টুর্নামেন্ট না হলেও। এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ে এশিয়া কাপ ২০২৩ এ নিজেকে প্রমাণ করেছে শান্ত। খেলেছে মাত্র ২টি ম্যাচ করেছেন ১৫০+ রান। বাকিটা সবারই জানা,ইনজুরির কারনে দেশে ফিরতে হয়েছিল তাকে।
শেষ সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বিশ্রাম শেষে,শেষ ওয়ানডেতে এসেই পান অধিনায়কত্ব এবং করেন ৭০+ রান।
তারপরও যেন এই শান্ত তার ব্যাক্তিগত ফর্ম নিয়ে উচ্ছ্বসিত নন। কারন হিসেবে তিনি সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানান এই কথাগুলো।
তিনি বলেন,”আমি যদি বিশ্বজুড়ে অন্যান্য ব্যাটসম্যানদের দিকে তাকাই, যারা কিনা নম্বর ৩ এ ব্যাট করে, তাহলে আমি ৫০,৬০ কিংবা ৭০ রান মনে করিনা ভাল মানের কোন রান। আমি চিন্তা করি ১০০ এর ব্যাপারে”।
তার মনমানসিকতা থেকেই বুঝা যায় যে,তিনি কি পরিমাণ রানের ক্ষুধায় রয়েছে। তাছারা তিনি আরও জানান যে,তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নজর রাখছেন। আশা করা যায়,শান্তর কিছু ব্যাক্তিগত ভূমিকায় দলকে বড় কিছু অর্জন করতে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ সাহাজ্য করবে।