রোনালদোদের জয় দিয়ে শুরু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

রোনালদোদের জয় দিয়ে শুরু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

                       

এফসি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর অভিষেক ম্যাচে জয় পায় তার দল আল নাসর। গ্রুপ ‘ই’ তে রয়েছে আল নাসর। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে রোনালদোদের পারি দিতে হয় ইরানে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল পার্সেপলিস।

পার্সেপলিসের ঘরের মাঠে খেলা হলেও,গ্যালারি ছিল দর্শক শূন্য। কি ভাবছেন? রোনালদোদের সাপোর্ট দেওয়ার কেউ ছিলনা। তো আপনি ভুল ভেবেছেন। ২০২১ সালে ভারতের এক ক্লাবের ঘরের মাঠে খেলছিল এই পার্সেপলিস। সেখানে তারা ভারতীয় দর্শকদের গালমন্দ করেছেন। তার জন্য এএফসি তাদের শাস্তি স্বরূপ,তাদেরকে ঘরের মাঠে দর্শক অনুমতি দেয়নি।

১ম অর্ধে গিয়েছিল গোলশূন্য। উভয়পক্ষই মাঠ ছেড়েছিল ০-০ ব্যাবধান রেখে। তবে খলার মোড় ঘুরে যায়,যখন পার্সেপলিসের খেলোয়াড় মিলাদ সার্লাক ২য় হলুদ কার্ড দেখার পর লাল কার্ড পেয়ে,পার্সেপলিস ১০ জনের দল হয়ে যায়।

৬২’ মিনিটে ব্রোজোভিকের এসিস্টে গারিবের গোলে আল নাসর ব্যবধান ১-০ করে নেয়। তার ঠিক ১০ মিনিটের ভেতর আবারও গোল পায় আল নাসর। এবার গোল করেন আল নাসরের লেফ্ট ব্যাক মোহাম্মদ কাসিম আল নাখলি ৭২’।

আল নাসর শেষমেশ ২-০ ব্যবধান রেখেই মাঠ ছাড়ে। এএফসির শুরুটা জয় দিয়েই শুরু করলো আল নাসর।

, , ,


মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে