ইউরো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি জার্মানি-স্কটল্যান্ড,খেলা দেখবেন যেভাবে

ইউরো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি জার্মানি-স্কটল্যান্ড,খেলা দেখবেন যেভাবে

  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০৭ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

Germany vs Scotland,Euro 2024
জার্মানি বনাম স্কটল্যান্ড | ছবি: বিডিস্পোর্টসনাও
                       

পৃথিবীর দ্বিতীয় সেরা ফুটবল টুর্নামেন্ট ইউরো আজ দিবাগত রাত থেকে মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। এই ম্যাচটি উপভোগ করবেন যেভাবে।

বাংলাদেশ সময় ১টা বাজে মাঠে নামবে জার্মানি ও স্কটল্যান্ড। এই ম্যাচটি আপনি বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ও টি-স্পোর্টস এ্যাপে। তাছাড়া অনলাইনে এইচডি স্ট্রিমজ,স্পোর্টজিফাই।

জার্মানি গত ২ বিশ্বকাপ ধরে চলছে ভরাডুবি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল এই ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জার্মানি কি পারবে,সোণালী অতিত ফিরিয়ে নিয়ে আনতে?

জার্মানির সম্ভাব্য একাদশ:

ম্যানুয়েল নয়ার,ইয়াশুয়া কিমিখ,জনাথন তাহ,এনটিনিও রুডিগার,ম্যাক্সেমিলিয়ান মিটেলস্টাড,টনি ক্রুস,এন্ড্রিচ,জামাল মুসিয়ালা,ফ্লোরিয়ান ভার্টজ,লেরয় সানে,কাই হাভার্টজ।

সম্ভাব্য ফরমেশন: ৪-২-৩-১

, ,


মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে