ইউরো ২০২৪ যা দেখালো বিশ্বকে,তা হয়তো কেউই আগে থেকে অনুমান করেনি। গ্রুপ পর্ব থেকে ক্রোশিয়ার বাদ পড়া,কিংবা ফ্রান্সের দ্বিতীয়তে শেষ করা,অস্ট্রিয়ার গ্রুপ বিজয়ী হওয়া। গ্রুপ পর্বের খেলা শেষে, ইউরো ২০২৪ এ শেষ ষোলোতে জায়গা করে নিল কারা এবং কার প্রতিপক্ষ কে?
শেষ ষোলোতে জার্মানি,স্পেন,বেলজিয়াম,ফ্রান্স ও পর্তুগাল একই পাশে | ছবি: গেটি ইমেজ
২৯ তারিখ রাত ১০টায় শুরু হবে নক আউট স্টেজের খেলা এবং ৩ জুলাই রাত ১টায় নির্ধারিত হয়ে যাবে যে,কারা যায়গা করে নিল কোয়ার্টার ফাইনালে। চমকপ্রদভাবে ইউরোর সেরা-ফেবারিট দলগুলোই পড়ে গিয়েছে এক পাশে। জার্মানি,স্পেন,ফ্রান্স,বেলজিয়াম ও পর্তুগালের মতো দলগুলো। অর্থাৎ এই পাশ থেকে যারাই ফাইনালে যাবে,তাদের ইউরো ২০২৪ জেতার সম্ভাবনা ৯০% এর ও বেশি।
আরও পড়ুনঃ »বার্সায় খেলেও,মেসি বিশ্বের সেরা ক্লাব বল্লেন রিয়াল মাদ্রিদকে
তো দেখে নেয়া যাক,ইউরো ২০২৪ এর শেষ ষোলয় কে-কার মুখোমুখি হবেঃ
[wptb id=1313]
পোস্টটি ভাল লাগলে,অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের ওয়েবসাইটের নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ