ইউরো ২০২৪: শেষ ষোলোয় কে-কার মুখোমুখি হবে!

ইউরো ২০২৪: শেষ ষোলোয় কে-কার মুখোমুখি হবে!

  • প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩৭ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

Euro 2024,uefa euro,uefa euro 2024,ইউরো ২০২৪
শেষ ষোলোতে জার্মানি,স্পেন,বেলজিয়াম,ফ্রান্স ও পর্তুগাল একই পাশে | ছবি: গেটি ইমেজ
                       

ইউরো ২০২৪ যা দেখালো বিশ্বকে,তা হয়তো কেউই আগে থেকে অনুমান করেনি। গ্রুপ পর্ব থেকে ক্রোশিয়ার বাদ পড়া,কিংবা ফ্রান্সের দ্বিতীয়তে শেষ করা,অস্ট্রিয়ার গ্রুপ বিজয়ী হওয়া। গ্রুপ পর্বের খেলা শেষে, ইউরো ২০২৪ এ শেষ ষোলোতে জায়গা করে নিল কারা এবং কার প্রতিপক্ষ কে?

Euro 2024,uefa euro,uefa euro 2024,ইউরো ২০২৪

শেষ ষোলোতে জার্মানি,স্পেন,বেলজিয়াম,ফ্রান্স ও পর্তুগাল একই পাশে | ছবি: গেটি ইমেজ


২৯ তারিখ রাত ১০টায় শুরু হবে নক আউট স্টেজের খেলা এবং ৩ জুলাই রাত ১টায় নির্ধারিত হয়ে যাবে যে,কারা যায়গা করে নিল কোয়ার্টার ফাইনালে। চমকপ্রদভাবে ইউরোর সেরা-ফেবারিট দলগুলোই পড়ে গিয়েছে এক পাশে। জার্মানি,স্পেন,ফ্রান্স,বেলজিয়াম ও পর্তুগালের মতো দলগুলো। অর্থাৎ এই পাশ থেকে যারাই ফাইনালে যাবে,তাদের ইউরো ২০২৪ জেতার সম্ভাবনা ৯০% এর ও বেশি।

আরও পড়ুনঃ »বার্সায় খেলেও,মেসি বিশ্বের সেরা ক্লাব বল্লেন রিয়াল মাদ্রিদকে

তো দেখে নেয়া যাক,ইউরো ২০২৪ এর শেষ ষোলয় কে-কার মুখোমুখি হবেঃ

[wptb id=1313]

পোস্টটি ভাল লাগলে,অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের ওয়েবসাইটের নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ

, ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে