জাতীয় দল থেকে এবার অবসরে যাচ্ছেন ডি মারিয়া। ২০২৪ সালের কোপা আমেরিকা খেলার পরই বিদায় নিবেন।
আর্জেন্টিনার ২০২২ এ বিশ্ব কাপ জেতার পিছনে বড় অবদান রয়েছে ডি মারিয়ার। তিনি বর্তামানে পর্তুগিজ ক্লাব বেনেফিকাতে খেলেন।
তিনি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮২৯ টি ম্যাচ খেলেছেন। যেখানে ১৯৬টি গোল ও ২১৭টি এসিস্ট করেছেন। আর্জেন্টিনায় নম্বরটা বড় না হলেও। একজন লেফ্ট উইংগার হিসেবে খারাপ নয়।
আর্জেন্টিনায় ১৩২ টি ম্যাচ খেলে ২৯ টি গোল ও ১৮ এসিস্ট করেছেন। আশা করা যায়,কোনরকম বড় বিপদ না হলে। তিনি তার ক্যারিয়ারের গোল ও এসিস্ট সংখ্যা বাড়িয়ে নিবেন।
সোর্সঃ ইএসপিএন আর্জেন্টিনা