কোপা আমেরিকা ২০২৪ এ নিজেদের প্রথম ম্যাচে,নেইমার জুনিয়রবিহীন ব্রাজিল নেমেছিল কোস্টারিকার সাথে খেলতে। ম্যাচে ব্রাজিল আপ্রাণ চেষ্টা করেছিল। কিম্তু তার প্রভাব দেখা যায়নি স্কোরলাইনে। গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।
ফিফা রাঙ্কিংয়ে ৫২ তে থাকা কোস্টারিকার সাথে ড্র করেছে ব্রাজিল। ক্রেডিট কোস্টারিকার ডিফেন্সের প্রাপ্য যতটা, তাঁর চেয়ে বেশি ব্রাজিলের দুর্বল অ্যাটাকের।
ভিনিশিয়াস আর রদ্রিগো ক্লিক করেনি একসাথে। ৭৫% বল পজেশনে রেখেও কোনো গোল হয়নি, অন টার্গেট শট মাত্র তিনটা। কোস্টারিকার লো ব্লক ডিফেন্স ভাঙ্গতে পুরো ম্যাচ জুড়ে হিমশিম খেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের দুশ্চিন্তার কারন ভিনির জাতীয় দলে পারফর্ম করতে না পারাটা। রিয়াল মাদ্রিদে যে খেলা দেখায় রদ্রিগো-ভিনিরা। তার ছিটেফোঁটা ও দেখা যায়না জাতীয় দলে।
ফলাফল ০-০ গোলের ড্র