সৌদি আরবের রিয়াদের আল-আউয়াল পার্কে ২০২৩-২৪ সেশনের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সময়ের অন্যতম সেরা দুই ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।
পরিসংখ্যানগত ভাবে, স্প্যানিশ সুপার কাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলে বার্সেলোনা সর্বোচ্চ সংখ্যক সুপার কাপ শিরোপা জিতেছে যেটা কিনা ১৪ বার।যেখানে রিয়াল মাদ্রিদ ১২টি শিরোপা নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
আজ বাংলাদেশ সময় রাত ১:০০ টা তে এল ক্লাসিকোতে ২৫৬ তম বারের মত মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোর মাধ্যমে দুই দলের মর্যাদা নির্ভর করে।
এল ক্লাসিকোর পরিসংখ্যান:
মুখোমুখি লড়াই : দুদল এর আগে ২৫৫ অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ১০৩ বার জিতেছে রিয়াল এবং বার্সা জিতেছে ১০০ বার। বাকি ৫২ ম্যাচ ড্র। টোটাল ২৯৭ বার দেখা তাদের। লালিগাতে মুখোমুখি হয়েছে ১৮৭ বার ( রিয়াল ৭৮, বার্সা ৭৪ )।
লালিগাতে রাঙ্কিং এ রিয়াল মাদ্রিদ ৪৮ বার বার্সেলোনা থেকে উপরে অবস্থান করেছে। বার্সালোনা ৪৫ বার রিয়ালের থেকে উপরে অবস্থান করেছে।
সর্বোচ্চ :
এল ক্লাসিকোতে সর্বোচ্চবার অংশগ্রহণ করেছেন সার্জিও বুসকেটস ( ৪৮ বার )। পরবর্তীতে লিওনেল মেসি এবং সার্জিও রামোস(৪৫) এবং করিম বেনজেমা (৪৩)।
সর্বোচ্চ গোলদাতা:
এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি (২৬)। পরবর্তী অবস্থানে যৌথভাবে আলফ্রেডো ডি স্টেফানো এবং ক্রিস্টিয়ানো রোনালদো (১৮)।
ধারাবাহিক ভাবে টানা গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ( ৬ ম্যাচ, ৭ গোল )।
সর্বোচ্চ অ্যাসিস্টদাতা:
এল ক্লাসিকোতে সর্বোচ্চ অ্যাসিস্ট ও লিওনেল মেসির(১৪)। এক ম্যাচে সর্বোচ্চ এসিস্ট করেছেন জাভি হার্নান্দেজ (৪)। এক সিজনে সর্বোচ্চ এসিস্ট করেছেন দিয়েগো মারাদোনা এবং লিওনেল মেসি (৫)
গোলকিপিং:
এল ক্লাসিকোতে সর্বোচ্চ ক্লিনশিট রেখেছেন ভিক্টর ভালদেস(৭), দ্বিতীয় অবস্থানেও বার্সেলোনার যুবিজারেতা (৬)।
টানা ক্লিনশিট রেখেছেন বার্সেলোনার মিগুয়েল রেইনা (৩)
ম্যানেজার:
ক্লাসিকোতে ম্যানেজার হিসেবে সর্বোচ্চ অংশগ্রহণ মিগুয়েল মুনোজের(৩৬ ম্যাচ)। তারপর রয়েছেন জোহান ক্রুইফ (২৫)। সর্বোচ্চ ম্যাচ জিতেছেন মিগুয়েল মুনোজ(১৬ ম্যাচ)।
অন্যান্য:
এল ক্লাসিকোতে সর্বোচ্চ হলুদ কার্ড খেয়েছেন সার্জিও রামোস(২২) এবং সর্বোচ্চ ৫ টা লালকার্ড ও তার নামে।
সর্বোচ্চ পেনাল্টি গোল করেছেন লিওনেল মেসি (৬)।
সর্বোচ্চ ফ্রিকিক গোল করেছেন রোনাল্ড কোম্যান এবং লিওনেল মেসি (২)
সর্বোচ্চ ম্যাচ জিতেছেন সার্জিও বুসকেটস (২৩)।
সর্বোচ্চ ম্যাচ হেরেছেন সার্জিও রামোস(২০)।
সর্বোচ্চ ২ বার হ্যাট্রিক করেছেন লিওনেল মেসি, ফেরেঙ্ক পুসকাস, সান্তিয়াগো বার্নাব্যু, লাজকানো।
সবচেয়ে কম বয়সে গোলদাতা হলেন আলফানসো নাভারো (১৭ বছর ৩৫৬ দিন)।
সবচেয়ে বেশি বয়সে গোলদাতা হলেন আলফ্রেডো স্টেফানো (৩৭ বছর ১৬৪ দিন)।
সবচেয়ে দ্রুততম গোল করিম বেনজেমা (২১ সেকেন্ড)।
১ সিজনে সর্বোচ্চ ১১ গোল করেছেন সান্তিয়াগো বার্নাব্যু।
ওভারঅল এল ক্লাসিকোতে সেরা খেলোয়াড় হলেন লিওনেল মেসি।
শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে ২-১ গোলের ব্যাবধানে হারায়। এই ম্যাচে জুড বেলিংহাম ২ (ম্যাচ উইনিং) গোল করেন।
কি মনে হয় আজকের ম্যাচে কি বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারাতে পারবে? নাকি রিয়াল মাদ্রিদ আবারো বার্সেলোনার পতন ঘটাবে।