অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

                       

২০২৪ আসরের অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। কেননা তারা গত বছরের ডিসেম্বরেই জিতেছিল এশিয়া কাপ। তাছাড়া তাদের বড় ভাইয়েরা ২০২০ সালে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন। সেবারের দল থেকে,এবারের দল আরও বেশি ভয়ানক।

মাহফুজুর রহমান রাব্বি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি | ছবিঃ বিসিবি


জানুয়ারীর ১৯ তারিখ বসতে যাচ্ছে ২০২৪ সালের যুব বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। মাহফুজুর রহমান রাব্বিকেই অধিনায়ক রেখেই বাংলাদেশের যুন দলের দল ঘোষণা। উদ্বোধনী ম্যাচ ১৯ তারিখে হলেও,বাংলাদেশের খেলা তার পরের দিন(২০ জানুয়ারি),৫ বারের যুব বিশ্বকাপ জয়ী ভারতের বিপক্ষে।

১৬ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। ভারত ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। তারপর গ্রুপ পর্বের খেলা শেষে,দলগুলো পৌছাবে ১২ দলের ২ ভাগে বিভক্ত সুপার সিক্স। ১২ জানুয়ারি ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের ইতি ঘটবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড-
আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন (সহ অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই:
নাইম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে