এশিয়া কাপে টিকে থাকতে অবশ্যই এই ম্যাচে জিত্তে হবে বাংলাদেশকে। সেখানে বাংলাদেশ কলোম্বোতে টসে জিতে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। গত ম্যাচে পাকিস্তানের সাথে খেলা আফিফ বাদ পড়েছে। তার বদলি হিসেবে দলে যুক্ত হয়েছে বা হাতি অপ স্পিনার নাসুম। তাছাড়া কোন পরিবর্তন আসেনি বাংলাদেশের স্কোয়াডে।
যাকে নিয়ে এত গুঞ্জন শোনা যাচ্ছিল যে,একাদশে যায়গা করে নিবেন। তার দেখা এ ম্যাচেও মিলবে না। কথা বলছিলাম ‘এনামুল হক বিজয়ের’।
নাঈম শেখ,লিটন দাস,সাকিব আল হাসান(অধিনায়ক),মুশফিকুর রহিম(উইকেট কিপার),তাওহিদ রূদয়,মেহেদী হাসান মিরাজ,শামীম পাটোয়ারী,নাসুম আহমেদ,তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।