ভোরে মুখোমুখি আর্জেন্টিনা-ইকুয়েডর,খেলা দেখবেন যেভাবে

ভোরে মুখোমুখি আর্জেন্টিনা-ইকুয়েডর,খেলা দেখবেন যেভাবে

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯৬ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

How to watch Argentina Ecuador match,কীভাবে দেখবো আর্জেন্টিনার খেলা,আর্জেন্টিনা বনান ইকুয়েডর,Argentina vs Ecuador.
আজ মুখোমুখি হবে ইকুয়েডরের সাথে আর্জেন্টিনা | ছবি: সংগৃহীত

২০ জুন থেকে পর্দা উঠছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবার কনমেবল ও কনফাকাপ দুইয়ের সমন্বয়ে হবে কোপা আমেরিকা। বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা, পরবর্তী কোপা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে, নিজেদের ঝালিয়ে নিতে আগামীকাল মাঠে নামছে ইকুয়েডরের বিপক্ষে।

How to watch Argentina Ecuador match,কীভাবে দেখবো আর্জেন্টিনার খেলা,আর্জেন্টিনা বনান ইকুয়েডর,Argentina vs Ecuador.

আজ মুখোমুখি হবে ইকুয়েডরের সাথে আর্জেন্টিনা | ছবি: সংগৃহীত


প্রথম প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের শিকাগোতে বাংলাদেশ সময় ভোর ৫টায়, ইকুয়েডরের সাথে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব-চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরবর্তীতে আগামী ১৫ জুন গুয়াতেমালার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে লিওনেল মেসিরা।

 

আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে ম্যাচটি সরাসরি দেখা যাবে। এইচডি স্ট্রিমজ,স্পোর্টজিফাই, ইয়াসিন টিভি, ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস ্ডীপগোলজো নেটওয়ার্ক, অ্যাস্ট্রো সুপারস্পোর্ট, টিওয়াইসি স্পোর্টস, টেলিভিশন পাবলিকা, মোভিস্টার, ফিফা প্লাস ইত্যাদি প্লাটফর্মে ম্যাচটি উপভোগ করা যাবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন পেজে ও গ্রুপে ম্যাচটি দেখা যাবে।

 

লাতিন আমেরিকা আরেক বড় পরাশক্তি ব্রাজিলও খেলবে দুইটি ফ্র্যান্ডলি ম্যাচ৷ তার একটিতে গতকাল (রবিবার) ভোড়ে মুখোমুখি হয়েছিল ম্যাক্সিকোর বিপক্ষে। সেখানে এন্ড্রিকের শেষ মুহূর্তের করা জয়সূচক গোলে ৩-২ এর জয় ছিনিয়ে নেয় ব্রাজিল।

 

৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিছুদিন আগেও ভুগছিল। ডরিবেল জুনিয়র আসার পর থেকে নতুন ব্রাজিলের দেখা পেয়েছপ বিশ্ব। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) দ্বিতীয় প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে ভিনিসিয়ুস-এনড্রিকরা।

, ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে